Sunday, February 24, 2008

বসুরহাট একুশে মেলার সমাপনী রাতে দর্শক মাতালেন কুষ্টিয়ার লালন শিল্পীরা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পাচদিন ব্যাপী একুশে মেলার সমাপনী দিন বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারী) বিকালে সমাপনী আলোচনা সভার আয়োজন করা হয়। এতে মেলা কমিটির সদস্য সচীব ও কোমপানীগঞ্জ সাংস্কৃতিক ফোরামের আহবায়ক শহীদ উদ্দিন বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুনির হোসেন খান। বক্তব্য রাখেন, পৌর চেয়ারম্যান কামাল উদ্দিন চৌধুরী, ওসি রমজান হোসেন, সাবেক পৌর চেয়ারম্যান আবদুল কাদের মির্জা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়ত খান, ভাষা আন্দোলনের সংগঠক বসুরহাট হাইস্কুলের সাবেক শিক্ষক আবুল হাসেম, নোয়াখালী মেইল সম্পাদক মকছুদের রহমান মানিক, কবিতা পরিষদের সভাপতি আবদুল হালিম রকি, নৃত্যকলা একাডেমীর সভাপতি হারুন অর রশিদ শাহেদ, অমর সাংস্কৃতিক সংস্থা সভাপতি বাবু অজয় আচার্য্য, মুক্ত সাংস্কৃতিক সংগঠনের সভাপতি শওকত আজিম জাবেদ প্রমুখ।মেলার শেষ রাতে দর্শক মাতালেন কুষ্টিয়ার লালন শিল্পীবৃন্দ। কুষ্টিয়ার লালন একাডেমীর সাংস্কৃতিক সম্পাদক মাহমুদুর রহমান আল কাদরীর নেতৃত্বে একদল শিল্পী এতে গান পরিবেশন করেন। শিল্পীদের মধ্যে লালন শাহ সিনেমার গায়িকা ফরিদা ইয়াছমিন, লালন সঙ্গীত শিল্পী সুজন রহমান, টিপু সুলতান, মৌসুমী বালা ও কাঙ্গালীনি সুফিয়া। এ সময় তবলায় ছিলেন, ইমতিয়াজ হাসান পুলক, অক্টোপ্যাটে ছিলেন সুমন, বেজ গীটারে সনি, লীড় গিটারে হ্যাপী, কি-বোর্ডে সুজন রহমান। এ সময় কুষ্টিয়ার লালন একাডেমীর সাংস্কৃতিক সম্পাদক মাহমুদুর রহমান আল কাদরী লালন একাডেমীর সঙ্গীত শিল্পী ও দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত মামুন হোসেন রতনের চিকিৎসায় কোম্পানীগঞ্জবাসির অবদানের জন্য আন্তরীক ধন্যবাদ জানান।

No comments: