
কোম্পানীগঞ্জ উপজেলায় শনিবার (২৩ ফেব্রুয়ারী) থেকে আনুষ্ঠানিকভাবে ছবিসহ ভোটার রেজিষ্ট্রেশন ও জাতীয় পরিচয়পত্র প্রনয়নের কাজ শুরু হয়েছে। এ উপলক্ষে সকাল ৯টায় উপজেলা চত্ত্বর থেকে এক বিরাট ভোটার উদ্বুদ্ধকরন র্যালী বসুরহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, অফিস, এনজিও, ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগন অংশ গ্রহন করে। পরে বসুরহাট ইসলামীয় সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ছবি তুলে ভোটার রেজিষ্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এ কাজে দায়িত্বে নিয়োজিত মেজর আকতার। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুনির হোসেন খান, নির্বাচন কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান, বসুরহাট পৌরসভার চেয়ারম্যান কামাল উদ্দিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান আবদুল কাদের মির্জাসহ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment