Sunday, February 24, 2008

কোম্পানীগঞ্জে প্রথম বারের মতো পাচদিন ব্যাপী একুশে মেলার আয়োজন, অনলাইন মিডিয়া পার্টনার নোয়াখালী ওয়েব

'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' উপলক্ষে প্রথম বারের মতো কোম্পানীগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পাচদিন ব্যাপী একুশে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৭ ফেব্রুয়ারী বিকেল ৩টায় নোয়াখালী পুলিশ সুপার মোঃ মুশফেকুর রহমান এ মেলার উদ্বোধন করবেন। এ নিয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম রমজান হোসেনকে আহবায়ক করে একুশে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপনের একটি কমিটিও গঠন করা হয়েছে।কমিটির সদস্য সচিব সিপিপি নেতা মোঃ শহীদ উদ্দিন বাবুল বলেন, মেলাকে ঘিরো সমগ্র বৃহত্তর নোয়াখালীতে প্রচার প্রচারনা চালানো হচ্ছে। ব্যাপক সাড়াও পাওয়া যাচ্ছে। মেলায় একুশের চেতনাকে প্রাধাণ্য দিয়ে অনুষ্ঠান মালা সাজানো হয়েছে। আগামী ১৭ থেকে ২১ ফেব্রুয়ারী পাচদিন ব্যাপী এ মেলার প্রস্তুতি নিয়ে সমগ্র এলাকায় ব্যাপক উৎসবের আমেজ বিরাজ করছে বলেও তিনি জানান।মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ঢাকার উদীচী শিল্পীগোষ্ঠী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীবৃন্দ, চট্টগ্রাম বেতার ও টিভির শিল্পীবৃন্দ, সোনিয়াসহ ক্লোজআপ ওয়ান শিল্পীবৃন্দ, কুষ্টিয়ার লালন শিল্পবৃন্দসহ কোম্পানীগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সংগীত বিদ্যালয়, কোম্পনীগঞ্জ সাংস্কৃতিক ফোরাম, ব্যাঞ্জণা খেলাঘর আসর, কোম্পানীগঞ্জ কবিতা পরিষদ, অমর সাংস্কৃতিক সংগঠন, নৃত্যকলা একাডেমী, মুক্ত সাংস্কৃতিক সংগঠন ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন গুলো অংশ গ্রহন করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মেলার অনলাইন মিডিয়া পার্টনার 'নোয়াখালী ওয়েব'।

No comments: