Tuesday, August 10, 2010

বর্ণাঢ্য উৎসবে বৃহত্তর নোয়াখালীর তিন জেলায় 'নোয়াখালী ওয়েব’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নোয়াখালী :

বৃহত্তর নোয়াখালী কমিউনিটির অনলাইন পত্রিকা নোয়াখালী ওয়েব ৬ষ্ঠ বর্ষে পদার্পন উপলক্ষে নোয়াখালী ওয়েব পাঠক ফোরাম, নোয়াখালী জেলার উদ্যোগে বুধবার বিকেল ৫টায় নোয়াখালীতে কেক কেটে উৎসবের আয়োজন করা হয়। বর্ণাঢ্য অনুষ্ঠান শেষে বিআরডিবি প্রশিক্ষণ কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালী পুলিশ সুপার হারুনুর রশিদ হাযারী। এতে নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি মো: আলমগীর ইউছুপের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী ওয়েব’র সম্পাদনা পরিষদ সদস্য সাংবাদিক মাহমুদুল হক ফয়েজ, দিগন্ত টিভির নোয়াখালী প্রতিনিধি ও নোয়াখালী ওয়েব’র সম্পাদনা পরিষদ সদস্য সাইফুল্যাহ কামরুল। নাঈম উদ্দিন কিছমতের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, নোয়াখালী ওয়েব’র নির্বাহী সম্পাদক ইকবাল হোসেন মজনু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দিগন্তের ডাক’র প্রধান নির্বাহী আবু নাছের খান পান্নু, আরটিভি’র নোয়াখালী প্রতিনিধি জামাল হোসেন বিষাদ, নোয়াখালী কম্পিউটার সমিতির সহ সাধারণ সম্পাদক স্বপন শাহ, সাপ্তাহিক ধূমকেতু’র ভারপ্রাপ্ত সম্পাদক অমৃত লাল ভৌমিক সুমন, নোয়াখালী ওয়েব পাঠক ফোরাম নোয়াখালী জেলার আহবায়ক গোলাম কিবরিয়া রাফি প্রমূখ। এসময় যায়যায়দিন ও বিডিনিউজের নোয়াখালী প্রতিনিধি আবু নাছের মঞ্জু, দেশ টিভির নোয়াখালী প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, শীর্ষ নিউজ ডটকমের প্রতিনিধি ইয়াকুব নবী ইমন, আবদুল মোতালেব, আবদুস সালাম বাচ্ছু, প্রণব আচার্য্য সহ জেলার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে প্রধান অতিথি অন্যান্যদের সঙ্গে নিয়ে নোয়াখালী ওয়েব’র জন্মদিনের ৫টি মোমবাতি নিভিয়ে কেক কেটে সবাইকে খাওয়ান এবং সবার মাঝে কেক ও মিষ্টিসহ নাস্তা বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার হারুনুর রশিদ হাযারী বলেন, আমার চাকরী জীবনে ১৩স্থানে চাকরী করেছি, তবে নোয়াখালীই একমাত্র ব্যতিক্রম। এখানকার মানুষ গুলো খুবই বন্ধু পরায়ন। আর আজকে একটি ব্যতিক্রমী অনলাইন পত্রিকা নোয়াখালী ওয়েব’র জন্মদিনে শরিক হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তিনি নোয়াখালী ওয়েব’র সাফল্যা কামনা করে বলেন, এটি ডিজিটাল নোয়াখালী গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি।

সভাপতির বক্তব্যে সাংবাদিক মো: আলমগীর ইউছুপ বলেন, নোয়াখালী ওয়েব-এ নোয়াখালীর দৈনন্দিন সংবাদের পাশাপাশি, সাহিত্য সংস্কৃতি ও নিহত গুণীজনদের জীবনী প্রকাশ করে পাঠকদেরকে আরও সমৃদ্ধ করবে। তিনি নোয়াখালী ওয়েব’র উন্নতি কামনা করে এ পত্রিকার সম্পাদক ও কলা-কৌশলীদের অভিনন্দন জানান।

সাংবাদিক মাহমুদুল হক ফয়েজ বলেন, বর্তমান সরকার গত বছর বাংলাদেশকে ডিজিটাল করার ঘোষণা দিয়েছে। আর আমরা নোয়াখালীবাসী পাঁচ বছর আগে নোয়াখালীকে ডিজিটাল কারার ঘোষণা দিয়ে নোয়াখালী ওয়েব সৃষ্টি করেছি। তিনি এর জন্য নোয়াখালী ওয়েব’র সম্পাদক ও প্রকাশক খালেদ সাইফুল্যাহর দীর্ঘয়ু কামনা করেন।

পত্রিকার সহযোগী সম্পাদক সাইফুল্যাহ কামরুল বলেন, নোয়াখালী ওয়েব শুধু আমাদের নয় সমগ্র নোয়াখালীবাসীর পত্রিকা। এটি নিয়ে আমরা যে কোন জায়গায় গর্ব করতে পারি। তিনি এতে নোয়াখালী সবাইকে নিজ নিজ এলাকার সমস্যা সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে লিখার আহবান জানান।


ফেনী :

বৃহত্তর নোয়াখালী কমিউনিটির অনলাইন পত্রিকা নোয়াখালী ওয়েব ৬ষ্ঠ বর্ষে পদার্পন উপলক্ষে নোয়াখালী ওয়েব পাঠক ফোরাম, ফেনী জেলার উদ্যোগে ফেনীতে আলোচনা সভা, র‌্যালী, কেক কেটে ও বেলুন উডিয়ে আনন্দ উৎসব করেছে পাঠকরা। বৃহস্পতিবার সকাল ১০টায় ফেনী প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম। দৈনিক ফেনীর সময়’র সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক হারুন, ফেনী প্রেসক্লাবের সভাপতি একেএম আবদুর রহীম, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক হকার্স সম্পাদক নুরুল করিম মজুমদার, ফেনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক জহুর সম্পাদক বখতেয়ার ইসলাম মুন্না। নোয়াখালী ওয়েব’র ফেনী প্রতিনিধি আবদুল্লাহ আল-মামুনের পরিচালানায় স্বাগত বক্তব্য রাখেন নোয়াখালী ওয়েব’র নির্বাহী সম্পাদক ইকবাল হোসেন মজনু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক সমকালের ষ্টাফ রিপোর্টার শাহজালাল রতন, চ্যানেল আইয়ের ফেনী প্রতিনিধি ও সাপ্তাহিক ফেনীর খবর’র সম্পাদক রবিউল হক রবি, ফেনী প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক ইনকিলাবের আঞ্চলিক অফিস প্রধান মো: আবদুল হক, ফেনী পয়েট সোসাইটির সভাপতি কবি মাহবুব আলতমাস, সাপ্তাহিক বর্ণমালা ও মাসিক সরাসরি’র সম্পাদক আবু তাহের ভূঞা, ফেনী ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মোস্তফা কামাল বুলবুল, ফেনী প্রগ্রেসিভ লীগ (এফপিএল) এর সভাপতি কামরুল ইসলাম, কবি ইকবাল চৌধুরী, ফেনী থিয়েটারের সমন্বয়ক কাজী ইকবাল পরান প্রমূখ।

অনুষ্ঠানে সাপ্তাহিক ফেনীর গৌরব’র সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের ফেনী প্রতিনিধি কামাল উদ্দিন ভূঞা, ফেনী সাহিত্য সংসদের সভাপতি সাবিহ মাহমুদ, দৈনিক যুগান্তরের দাগনভূঞা প্রতিনিধি মো: আবু তাহের, দৈনিক শোয়রবিজ কড়চা’র ফেনী প্রতিনিধি জহিরুল হক মিলুসহ ফেনী বিভিন্ন শ্রেণী পেশার লোকজন ও ফেনীর নারী- শিশু সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বৃহত্তর নোয়াখালী কমিউনিটির পত্রিকা নোয়াখালী ওয়েব গণমানুষের কথা তুলে ধরে বৃহত্তর নোয়খালীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তরা আশা প্রকাশ করেন। তারা বিশ্ব ব্যাপী বৃহত্তর নোয়াখালীর খবর ছড়িয়ে দেয়ার মাধ্যম অনলাইন পত্রিকা নোয়াখালী ওয়েব’র প্রশংসনীয় তথ্য সেবাকে অভিনন্দন জানান। অবাধ তথ্য সেবা প্রসারে নোয়াখালী ওয়েব সকলকে পড়তে অনুরোধও করেন। আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে ডিজিটাল বৃহত্তর নোয়াখালী গড়ার লক্ষ্যে নোয়াখালী ওয়েবকে কাজ চালিয়ে যাওয়ার আহবান জানায়ে এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন অতিথিরা।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিশালাকৃতির একটি কেক কেটে নোয়াখালী ওয়েব’র জন্মদিনকে উৎসব মূখর করে তোলেন। পরে অতিথিরা একে অপরকে কেক খাইয়ে দিবসটিকে স্বরণীয় করে তোলেন এবং উপস্থিত সবাইকে কেকসহ বিভিন্ন প্রকারের ফল দিয়ে আপ্যায়ন করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি বিশালাকৃতির একটি বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ও পরে একটি বর্ণাঢ্য র‌্যালী ফেনী প্রেসক্লাব থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


লক্ষ্মীপুর :

মিলনায়তনে বৃহত্তর নোয়াখালী কমিউনিটির একমাত্র অনলাইন পত্রিকা ‘নোয়াখালী ওয়েব’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক নতুন চাঁদ সম্পাদক হোসাইন আহমদ হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে জন্মদিনের কেক কেটে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি নোয়াখালী ওয়েবের সম্পাদনা পরিষদের সদস্য, নোয়াখালী অঞ্চলের কৃতি সাংবাদিক ও ফিচার লেখক মাহমুদুল হক ফয়েজ। এসময় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। পরে নোয়াখালী ওয়েব’র লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি মিজানুর রহমান মানিকের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন নোয়াখালী ওয়েব পাঠক ফোরাম’র লক্ষ্মীপুর জেলা আহবায়ক মোঃ জাকির হোসেন ভূঁইয়া আজাদ, যুগ্ম আহবায়ক ও ইলেকট্রনিক্স মোবাইল ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আনোয়ারুল আজিম, নোয়াখালী ওয়েবের প্রবাস প্রতিনিধি জসিম উদ্দিন, জেলা যুবলীগের আহবায়ক সাইফুল হাসান পলাশ, যুগান্তর ও এনটিভি জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ, দৈনিক সংগ্রাম জেলা প্রতিনিধি সেলিম উদ্দিন নিজামী, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি সাইফুল ইসলাম স্বপন, কালের কন্ঠ প্রতিনিধি মীর ফরহাদ হোসেন সুমন, বেসরকারি সংস্থা সেভ’র নির্বাহী পরিচালক বনি রড্রিক্স প্রমূখ।

প্রধান অতিথি বলেন, চলমান সরকারের ভিশন-মিশন বাস্তবায়নে নোয়াখালী ওয়েব অনন্য ভূমিকা রেখে চলেছে। তথ্যের অবাধ সুফল ছড়িয়ে দিয়ে দেশের জনপ্রিয় এ সাইটটি ইতিমধ্যে দেশে-বিদেশে ব্যাপক পরিচিতি পেয়েছে।

বনি রড্রিক্স তার বক্তব্যে নোয়াখালী ওয়েবের ষষ্ঠ বর্ষ পেরিয়ে শতবর্ষে পৌঁছার এ প্রত্যাশা ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে হোসাইন আহমদ হেলাল বলেন, অনলাইন পত্রিকা ‘নোয়াখালী ওয়েব’ আজ সর্বমহলে সমাদৃত। তিনি আশা করেন, এটি আরও দায়িত্বশীলতার সাথে এগিয়ে যাবে। বর্ণাঢ্য আয়োজনের জন্য ওয়েব পরিবারসহ সংশ্লিষ্ট সবাইকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।

জন্মদিনের শুভেচ্ছা জানাতে অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন, বেসরকারি সংস্থা জেমস’র নির্বাহী পরিচালক আসাদুজ্জামান চৌধুরী, ভয়েস’র নির্বাহী পরিচালক সামছুল আলম লিটু, এনআরডিএস’র কর্মকর্তা বাহার উদ্দিন, দৈনিক বাংলাবাজার পত্রিকা ও লক্ষ্মীপুর বার্তার জেলা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন লিটন, আজকের প্রত্যাশা প্রতিনিধি মোঃ ফিরোজ হাওলাদার, দেশ জনতা প্রতিনিধি আনোয়ার রহমান বাবুল, খবর প্রতিনিধি নুর আহমদ মিলন, ফোকাসবাংলা প্রতিনিধি তাপস সাহা, আলোর দিগন্ত প্রতিনিধি ইসমাইল হোসেন জবু, সোনালী বার্তা প্রতিনিধি একিউএম শাহাব উদ্দিন, সমকাল ও নোয়াখালী ওয়েব’র রায়পুর প্রতিনিধি আতোয়ার রহমান মনির, কমলনগর প্রতিনিধি সানা উল্লাহ সানু, জাতীয় নিশান প্রতিনিধি ছাইফুল্লাহ হেলাল, আমার কাগজ প্রতিনিধি রবিউল ইসলাম খান প্রমূখ। শেষে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

www.noakhaliweb.com.bd | www.noakhalinews.com | www.noakhali.tv

‘নোয়াখালী ওয়েব’ এ ৫শ’র অধিক মিডিয়ার লিংক সংযুক্ত

বাংলাদেশের পত্র-পত্রিকা নিয়ে অনেক লিংক সাইট থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো আপডেট থাকেনা ফলে পাঠকরা সঠিক লিংক খুঁজে পায় না। এজন্য পাঠকদের সুবিধার্থে বৃহত্তর নোয়াখালী কমিউনিটির পত্রিকা ‘নোয়াখালী ওয়েব’ এর মিডিয়া লিংক পেইজে ৫০০ এর অধিক দেশী-বিদেশী পত্র-পত্রিকা, রেডিও এবং টিভি চ্যানেল এর লিংক সংযুক্ত করা হয়েছে। নিয়মিতভাবে আপডেট হয় বলে পাঠকরা খুব সহজে এখান থেকে বাংলাদেশের যেকোন পত্র পত্রিকা রেডিও-টিভি-সংবাদ মাধ্যমের সঠিক লিংক খুব সহজে খুঁজে পাবেন। প্রথম পাতায় ‘জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম’ এ ক্লিক করুন অথবা নোয়াখালী ওয়েব’র মিডিয়া পেইজের ঠিকানা : http://www.noakhaliweb.com.bd/media/