Sunday, February 24, 2008

কোম্পানীগঞ্জে ছবিসহ ভোটার রেজিষ্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন, নোয়াখালী ওয়েব সহ বিভিন্ন সংগঠনের অংশগ্রহনে ভোটার উদ্বুদ্ধকরন র‌্যালী


কোম্পানীগঞ্জ উপজেলায় শনিবার (২৩ ফেব্রুয়ারী) থেকে আনুষ্ঠানিকভাবে ছবিসহ ভোটার রেজিষ্ট্রেশন ও জাতীয় পরিচয়পত্র প্রনয়নের কাজ শুরু হয়েছে। এ উপলক্ষে সকাল ৯টায় উপজেলা চত্ত্বর থেকে এক বিরাট ভোটার উদ্বুদ্ধকরন র‌্যালী বসুরহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, অফিস, এনজিও, ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগন অংশ গ্রহন করে। পরে বসুরহাট ইসলামীয় সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ছবি তুলে ভোটার রেজিষ্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এ কাজে দায়িত্বে নিয়োজিত মেজর আকতার। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুনির হোসেন খান, নির্বাচন কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান, বসুরহাট পৌরসভার চেয়ারম্যান কামাল উদ্দিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান আবদুল কাদের মির্জাসহ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বসুরহাট একুশে মেলায় 'নোয়াখালী ওয়েব' পুরস্কৃত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জে পাচদিন ব্যাপী একুশে মেলার শেষ দিন বৃহস্পতিবার সমাপনী দিনে অনলাইন পত্রিকা ও কমিউনিটি পোর্টল 'নোয়াখালী ওয়েব'র স্টলকে বিশেষভাবে পুরস্কৃত করেছে মেলা উদযাপন কমিটি। এ ছাড়া কলেজ পর্যায়ে প্রথম পুরস্কার পেয়েছে সরকারি মুজিব কলেজ, ২য় পুরস্কার পেয়েছে বামনী কলেজ। মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে প্রথম পুরস্কার পেয়েছে বসুরহাট সরকারি এএইচসি উচ্চ বিদ্যালয়, ২য় পুরস্কার পেয়েছে যোগিদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, ৩য় পুরস্কার পেয়েছে মাকসুদাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে প্রথম পুরস্কার পেয়েছে বসুরহাট একাডেমী, ক্রিসেন্ট প্রি ক্যাডেট স্কুল, শান্তিরহাট আইডিয়াল একাডেমী। প্রদর্শণী ও বিক্রয় কেন্দ্র পর্যায়ে প্রথম পুরস্কার পেয়েছে বসুরহাট কলেজ গেইটের শিক্ষা বিপনী, ২য় পুরস্কার পেয়েছে ইদ্রিছিয়া রোডের ওমেন্স গ্যালারী ও ৩য় পুরস্কার পেয়েছে কলেজ রোডের বিছমিল্লাহ ডেকোরেটর এন্ড গিফট কর্ণার।

বসুরহাট একুশে মেলার সমাপনী রাতে দর্শক মাতালেন কুষ্টিয়ার লালন শিল্পীরা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পাচদিন ব্যাপী একুশে মেলার সমাপনী দিন বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারী) বিকালে সমাপনী আলোচনা সভার আয়োজন করা হয়। এতে মেলা কমিটির সদস্য সচীব ও কোমপানীগঞ্জ সাংস্কৃতিক ফোরামের আহবায়ক শহীদ উদ্দিন বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুনির হোসেন খান। বক্তব্য রাখেন, পৌর চেয়ারম্যান কামাল উদ্দিন চৌধুরী, ওসি রমজান হোসেন, সাবেক পৌর চেয়ারম্যান আবদুল কাদের মির্জা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়ত খান, ভাষা আন্দোলনের সংগঠক বসুরহাট হাইস্কুলের সাবেক শিক্ষক আবুল হাসেম, নোয়াখালী মেইল সম্পাদক মকছুদের রহমান মানিক, কবিতা পরিষদের সভাপতি আবদুল হালিম রকি, নৃত্যকলা একাডেমীর সভাপতি হারুন অর রশিদ শাহেদ, অমর সাংস্কৃতিক সংস্থা সভাপতি বাবু অজয় আচার্য্য, মুক্ত সাংস্কৃতিক সংগঠনের সভাপতি শওকত আজিম জাবেদ প্রমুখ।মেলার শেষ রাতে দর্শক মাতালেন কুষ্টিয়ার লালন শিল্পীবৃন্দ। কুষ্টিয়ার লালন একাডেমীর সাংস্কৃতিক সম্পাদক মাহমুদুর রহমান আল কাদরীর নেতৃত্বে একদল শিল্পী এতে গান পরিবেশন করেন। শিল্পীদের মধ্যে লালন শাহ সিনেমার গায়িকা ফরিদা ইয়াছমিন, লালন সঙ্গীত শিল্পী সুজন রহমান, টিপু সুলতান, মৌসুমী বালা ও কাঙ্গালীনি সুফিয়া। এ সময় তবলায় ছিলেন, ইমতিয়াজ হাসান পুলক, অক্টোপ্যাটে ছিলেন সুমন, বেজ গীটারে সনি, লীড় গিটারে হ্যাপী, কি-বোর্ডে সুজন রহমান। এ সময় কুষ্টিয়ার লালন একাডেমীর সাংস্কৃতিক সম্পাদক মাহমুদুর রহমান আল কাদরী লালন একাডেমীর সঙ্গীত শিল্পী ও দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত মামুন হোসেন রতনের চিকিৎসায় কোম্পানীগঞ্জবাসির অবদানের জন্য আন্তরীক ধন্যবাদ জানান।

কোম্পানীগঞ্জে প্রথম বারের মতো পাচদিন ব্যাপী একুশে মেলার আয়োজন, অনলাইন মিডিয়া পার্টনার নোয়াখালী ওয়েব

'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' উপলক্ষে প্রথম বারের মতো কোম্পানীগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পাচদিন ব্যাপী একুশে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৭ ফেব্রুয়ারী বিকেল ৩টায় নোয়াখালী পুলিশ সুপার মোঃ মুশফেকুর রহমান এ মেলার উদ্বোধন করবেন। এ নিয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম রমজান হোসেনকে আহবায়ক করে একুশে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপনের একটি কমিটিও গঠন করা হয়েছে।কমিটির সদস্য সচিব সিপিপি নেতা মোঃ শহীদ উদ্দিন বাবুল বলেন, মেলাকে ঘিরো সমগ্র বৃহত্তর নোয়াখালীতে প্রচার প্রচারনা চালানো হচ্ছে। ব্যাপক সাড়াও পাওয়া যাচ্ছে। মেলায় একুশের চেতনাকে প্রাধাণ্য দিয়ে অনুষ্ঠান মালা সাজানো হয়েছে। আগামী ১৭ থেকে ২১ ফেব্রুয়ারী পাচদিন ব্যাপী এ মেলার প্রস্তুতি নিয়ে সমগ্র এলাকায় ব্যাপক উৎসবের আমেজ বিরাজ করছে বলেও তিনি জানান।মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ঢাকার উদীচী শিল্পীগোষ্ঠী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীবৃন্দ, চট্টগ্রাম বেতার ও টিভির শিল্পীবৃন্দ, সোনিয়াসহ ক্লোজআপ ওয়ান শিল্পীবৃন্দ, কুষ্টিয়ার লালন শিল্পবৃন্দসহ কোম্পানীগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সংগীত বিদ্যালয়, কোম্পনীগঞ্জ সাংস্কৃতিক ফোরাম, ব্যাঞ্জণা খেলাঘর আসর, কোম্পানীগঞ্জ কবিতা পরিষদ, অমর সাংস্কৃতিক সংগঠন, নৃত্যকলা একাডেমী, মুক্ত সাংস্কৃতিক সংগঠন ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন গুলো অংশ গ্রহন করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মেলার অনলাইন মিডিয়া পার্টনার 'নোয়াখালী ওয়েব'।